সরকারি চাকরি ছেড়ে নৌকা নিয়ে নির্বাচন করেও পরাজয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৮ পিএম, ২৮ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:১২ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
সরকারি চাকরি ছেড়ে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন পাবনার ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন যুবলীগের সভাপতি নুর-উন-নবী মন্ডল দুলাল। কিন্তু জিততে পারেননি। বিদ্রোহী প্রার্থীর কাছে প্রায় দুই হাজার ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের কেউ কেউ বলছে এখন তিনি দুই কূলই হারিয়েছেন। প্রায় ১৩ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরি বয়স থাকতেই ছেড়ে দিয়েছেন দুলাল।
জানা গেছে, খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি এলাকার বাসিন্দা নুর-উন-নবী মন্ডল দুলাল। বেসরকারি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরি দিয়ে তার কর্মজীবন শুরু হলেও পরবর্তীতে ওই স্কুল জাতীয়করণ হলে তার চাকরিও রাজস্ব খাতে চলে যায়। কিন্তু জাতীয়করণের আগেই জনগণের সেবা করার লক্ষ্যে তিনি চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন। কিন্তু নির্বাচন কমিশন কর্তৃক তা বাতিল হয়। পরে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়ে আবেদন করে মনোনয়ন নৌকা প্রতীকে বৈধ্যতা পেলেও নির্বাচনে জয়ী হতে পারেননি।
গত রোববার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন খান মিঠুর (ঘোড়া প্রতীক) কাছে হেরে যান তিনি। মিঠু আট হাজার ৯৫১ ভোট পেয়ে বিজয়ী হন। নুর-উন-নবী মন্ডল দুলাল ভোট পান ছয় হাজার ৯২৭।