নওগাঁয় ১৪৪ ধারা জারি, বিএনপি'র সমাবেশ স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৯ পিএম, ২৮ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:২৮ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নওগাঁয় একই স্থানে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ আহ্বান করায় সমগ্র নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ জানান, পরস্পর বিরোধী দুটি সংগঠন একই স্থানে ও একই সময়ে সভা আহবান করায় আইনশৃঙ্খলার অবনতি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা থাকায় জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। এই আদেশ সোমবার বিকেল ৩টা থেকে কার্যকর হয়ে ২৯শে ডিসেম্বর বুধবার বিকেল ৩টা পর্যন্ত বলবৎ থাকবে।
এসময় সকল ধরনের সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে। নওগাঁ পৌর এলাকায় জারির মাইকিং করেছে জেলা প্রশাসন। অপরদিকে বিএনপি তাদের পূর্ব ঘোষিত আজ মঙ্গলবারের সমাবেশ স্থগিত করেছে।
এদিকে জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মাস্টার বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে ২৮শে ডিসেম্বর নওযোয়ান মাঠে জনসমাবেশ আহবান করে জেলা বিএনপি। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে একই সময়ে একই দিনে নওযোয়ান মাঠ, এটিম মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে যথাক্রমে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা যুবলীগ সমাবেশ আহবান করে। এ অবস্থায় প্রশাসন ১৪৪ ধারা জারী করেছে।
প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করার পর আমরা পৌর এলাকার বাইরে সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু পৌর এলাকার বাইরেও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো একইভাবে আমাদের নির্ধারিত স্থানগুলোতে সমাবেশের জন্য প্রশাসনের কাছে আবেদন করে। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকার বাইরেও সমাবেশের অনুমতি না পাওয়ায় আপাতত: আমাদের সমাবেশ স্থগিত করা হয়েছে।
এদিকে বিএনপির আজকের সমাবেশ ও ১৪৪ ধারা জারির কারণে সীমিত সংখ্যক যানবাহন জেলার বিভিন্ন রুটে চলাচল করছে। এ ছাড়া পৌর এলাকার নওযোয়ান মাঠ, এটিম মাঠসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমার বলেন, পরস্পর বিরোধী দুটি সংগঠনের একই স্থানে একই সময়ে সভা আহবান করায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এই অবস্থায় জনসাধারণের জানমালের নিরাপত্তাসহ কেউ যেন ১৪৪ ধারা ভঙ্গ করতে না পারেন সে লক্ষেই নওযোয়ান মাঠ, এটিম মাঠসহ শহরের বিভিন্নস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।