লেবাননে বিএনপি'র মহান বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৫ পিএম, ২৭ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৭:১৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বেগম খালেদা জিয়া'র মুক্তি ও সুচিকিৎসার দাবী এবং স্বাধীনতার "মহান বিজয় দিবস" এর ৫০ বছর পূর্তি উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে আলোচনা সভা করে লেবানন বিএনপি শাখা নির্বাহী কমিটি।
গতকাল রবিবার (২৬ ডিসেম্বর) লেবানন বিএনপি শাখা নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াসীম আকরাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনে এতে শুভেচ্ছা বক্তব্যে ছিলেন, লেবানন বিএনপির সেক্রেটারী জেনারেল আমিনুল ইসলাম আইমান।
প্রধান অতিথি ছিলেন, প্রধান উপদেষ্টা মজিবর হক মজিব। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি ও উপদেষ্টা সদস্য মোঃ নজরুল ইসলাম মজুমদার, উপদেষ্টা সদস্য আবদুল হালিম, আমির হোসেন কলিম, মোঃ ভাসানী মোল্লা, মোঃ কাউছার আলম, সহ সভাপতি আবদুল কাদের ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্যে ছিলেন, লেবানন যুবদল সভাপতি সৈয়দ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন আমান, সহ সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, আবদুল হান্নান, শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ সরকার, সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক এমরান নাছির, মহিলা দলের সভাপতি সুলতানা নুর সহ আরও অনেকে।
সে সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় মধ্যরাতের ভোট ডাকাতের সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে বন্দী আছেন। বেগম খালেদা জিয়া বর্তমানে খুবই অসুস্থ অবস্থায় আছেন। সরকার তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছেন। তার সুচিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তি দাবী করেন তারা।
দিবসটি উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।