মাত্র ৬৭ ভোট পেয়ে জামানত হারালেন নৌকার প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২১ পিএম, ২৭ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১১:২১ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কক্সবাজারের চকরিয়ায় সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে মাত্র ৬৭ ভোট পেয়ে আলোচনায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের এক প্রার্থী। উপজেলার চিরিঙ্গা ইউনয়নে ঘটে এমন ঘটনা। মাত্র ৬৭ ভোট পাওয়ায় তিনি হারালেন জামানতও।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, গতকাল রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থধাপে অনুষ্টিত চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শাহনওয়াজ রুমেল। হাক-ডাক করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে ছিলেন তিনি। কিন্তু রোববার অনুষ্টিত এ নির্বাচনে ফলাফলে ৯টি ওয়ার্ডে তার প্রাপ্ত ভোটের সংখ্যা দেখা যায় মাত্র ৬৭।
এখানে প্রার্থী ছিলেন ছয়জন। বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল হোছাইন চৌধুরী (আনারস) পান ৩ হাজার ৬৫৫ ভোট, আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী জসিমউদ্দিন (চশমা) পান ২ হাজার ৫৬৭ ভোট, আওয়ামী লীগ নেতা কে এম সালাহউদ্দিন (মোটরসাইকেল) পান ২ হাজার ৩২৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাজের হোছাইন (হাতপাখা) পান ৭১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো: করিম (ঘোড়া) পান ১৫ ভোট। ৬৭ ভোট পাওয়া আওয়ামী লীগের ওই প্রার্থীর অবস্থান হলো পঞ্চম।
এর আগে গত মাসের ২৮ নভেম্বর তৃতীয়ধাপে অনুষ্টিত নির্বাচনে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউপি নির্বাচনে মাত্র ৯৯ ভোট পেয়ে আলোচনায় আসেন নৌকার প্রার্থী জন্নাতুল বকেয়া রেখা।
একইধাপের নির্বাচনে একইভাবে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নাজেম উদ্দিন মাত্র ১৬৫ ভোট পান। এর ফলে তারা তিনজনই জামানত হারালেন।