লড়াই শুরু করেছি, খেলা হবে মাঠে : শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৩ এএম, ২৫ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১০:১১ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে "জীবিত মুক্ত করবোই" বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বর্তমান আওয়ামীলীগ সরকারের নানা সমলোচনা করে এই নেতা বলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। লড়াই শুরু করেছি, খেলা হবে মাঠে।
আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাঃ ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজনে এই গণ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বিএনপির যুগ্ন মহাসচিব হারুন-উর- রশিদ এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের দায়িত্বরত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের দায়িত্বরত সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক রেজা পাহলভী মাসুম, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড: মিজানুর রহমান মাসুম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।