ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুর থানাধীন ৪২, ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৭ পিএম, ২৩ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:১১ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সাংগঠনিক টীম ৬ এর উদ্যোগে সুত্রাপুর থানার ৪২, ৪৩ ও ৪৪ নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়। গোপীবাগে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাসভবনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি নেতা ও গত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। টীম-৬ এর প্রধান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, সাব্বির আহমেদ আরেফ, মকবুল ইসলাম খান টিপু, ওমর নবী বাবু ও হাজী মোহাম্মদ নাজিমসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি-কে শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা রাজপথের আন্দোলনে সাহসী ভূমিকা পালন করবেন তাদেরকেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র নেতৃত্বে আনা হবে। বেগম খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাঁকে তিলে তিলে নিঃশেষ করে দেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করছে না বর্তমান গণবিরোধী সরকার। আওয়ামী শাসকগোষ্ঠী বেগম খালেদা জিয়ার বিপুল জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে আমরা এক কর্তৃত্ববাদী শাসকের অধীনে বসবাস করছি, যেখানে মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। এই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে দলমত নির্বিশেষে সকলকে রাজপথে নেমে আসতে হবে। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারকে বাধ্য করা হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকারের ভয়াবহ দুঃশাসন মোকাবেলা করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। নইলে দেশ ও দেশের মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারী সরকারের মূলোৎপাটনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ। দেশনেত্রীর মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করা হবে।