নবীনগরে জোড়া খুন, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪১ পিএম, ২২ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:০৩ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকারকে গুলি করে হত্যায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম রাব্বি’কে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত একটি মটরসাইকেলসহ মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ।
পুলিশ জানায়, নাটঘর ইউপির কুড়িঘরের এরশাদুল হক ও বাদল সরকারকে গুলি করে হত্যায় জড়িত এজাহারনামীয় ১ নম্বর আসামি নজরুলের ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী এবং ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাধারী আসামি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, জেলা সদরের কাজি পাড়া (হাজি বাড়ির) মমিনুল ইসলামের ছেলে আশরাফুল আলম রাব্বিকে (৩৭) পাশের কসবা উপজেলার বিদ্যানগরের ভারতীয় সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নবীনগর থানার অফিসার্স ইনচার্জ আমিনুর রশিদের নেতৃত্ব মামলার আইও ইন্সপেক্টর (তদন্ত) নূরে আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলা ডিবি পুলিশের একটি দল।
সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, গ্রেফতার হওয়া আসামি আশরাফুল আলম রাব্বি স্বীকার করেছেন, তিনি এরশাদুল হক ও বাদল সরকারের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তিনি আরও বলেন, জোড়া খুনের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতার করতে আমাদের সাড়াশি অভিযান অব্যাহত আছে।