চৌধুরী আকমাল ইবনে ইউসুফের ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২২ এএম, ২০ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৫:৪৩ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ফরিদপুরের জনদরদি রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার চতুর্থ সন্তান, ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির ঢাকা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী আকমাল ইবনে ইউসুফ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার বনানীস্থ বাসভবনে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বহু গুনগ্রাহী রেখে যান। চৌধুরী আকমল ইবনে ইউসুফ এর ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান জানান, আকমল ইবনে ইউসুফ দীর্ঘদিনযাবত হৃদরোগ, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিকজনিত রোগে ভুগছিলেন। এর মধ্যে তার ওপেন হাট সার্জারী করা হয়েছিল। গত আড়াই মাস আগে তিনি করোনায় আক্রান্ত হন। শনিবার দিবাগত রাত ১টার দিকে তিনি হুদরোগে আক্রান্ত হন।
আজ রবিবার বাদ আসর শহরের কমলাপুরে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে ময়েজমঞ্জিলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চৌধুরী আকমাল ইবনে ইউসুফের সহোদর ভাই চৌধুরী সাউদ ইবনে ইউসুফ, জেষ্ঠ্য ভ্রাতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের জেষ্ঠ্য মেয়ে চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, সেঝো ভ্রাতা চৌধুরী সাব্বির ইবনে ইউসুফের জেষ্ঠ্য সন্তান চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা, সাবেক সহ-সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গি, সাবেক সহ-সভাপতি এম এ লতিফ মিয়া, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, অ্যাডভোকেট আশুতোষ টিকাদার প্রমুখ। এসময় তার কনিষ্ট ভ্রাতা চৌধুরী ফয়সাল ইবনে ইউসুফ সহ পরিবারের সদস্যগণ সহ বিএমএর সাবেক সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাফর হোসেন বিশ^াস, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সাবেক যুগ্ন সম্পাদক খন্দকার ফজলুল হক টুলু, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী ভুঁইয়া রতন, জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিনান, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এমটি আক্তার টুটুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ,কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারন সম্পাদক আলী রেজোওয়ান বিশ্বাস তরুন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু,সাধারন সম্পদক তানজিমুল হাসান কায়েস বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে প্রথমে ঢাকার ডিএইচএসে তার প্রথম জানাযা ও গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
বক্তাগণ চৌধুরী আকমাল ইবনে ইউসুফকে একজন সজ্জন রাজনীতিবীদ হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। চৌধুরী আকমল ইবনে ইউসুফ একজন রাজনীতিবীদ ও জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারের এই সন্তান একজন ক্রীড়া সংগঠক হিসেবেও কাজ করে গেছেন। তিনি ঢাকার আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুতে ফরিদপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।