টঙ্গীতে পুলিশী বাধায় বিএনপির মতবিনিময় সভা পণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩১ পিএম, ১৮ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০২:৪২ এএম, ২৬ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
টঙ্গীতে পুলিশী বাধায় বিএনপির মতবিনিময় সভা পণ্ড হয়ে গেছে। পুলিশ এসময় ব্যাপক লাঠিচার্জ ও সভার চেয়ার তসনছ করে।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে স্থানীয় বিএনপি নেতারা জানান, সকালে স্থানীয় দত্তপাড়ায় গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকারের রাজনৈতিক কার্যালয়ে টঙ্গী পূর্ব থানা বিএনপির ওয়ার্ড কমিটি গঠন ও বিজয় দিবস উপলক্ষ্যে ঘরোয়া আলোচনা চলছিল। দুপুর ১২টায় টঙ্গী পূর্ব থানা পুলিশ সেখানে অতর্কিতে হানা দেয়। এসময় পুলিশের লাঠিচার্জে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সভাস্থলের চেয়ার তছনছ করে।
ঘটনার সময় সালাহ উদ্দিন সরকার গাজীপুরে একটি দলীয় অনুষ্ঠানে ছিলেন। তিনি এঘটনার নিন্দা জানিয়ে বলেন, মাইক ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া আলোচনা চলছিল। তথাপি পুলিশ সেখানে অতর্কিতে গিয়ে ব্যাপক লাঠিচার্জ করে। ভোট বিহীন সরকার জনগণের ওপর থেকে আস্থা হারিয়ে ক্ষমতা হারানোর ভয়ে পাগল হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, এই অবৈধ সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে আবারো ক্ষমতায় বসতে চায়। তাই তারা বিরোধী দল ও মত দমনে আবারো মেতে উঠেছে।
এ সরকার প্রকাশ্য সভা সমাবেশ এমনকি ঘরোয়া সভাকেও ভয় পায়। তাদের এহেন আচরণেই প্রমাণ হয়, তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে।