খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী এখন গণদাবিতে পরিণত - আফরোজা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৮ এএম, ১৮ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০২:১৮ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা হচ্ছেন গণতন্ত্রের যোদ্ধা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী এখন গণদাবীতে পরিণত হয়েছে।
আজ শুক্রবার বিকালে সিরাজগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাড়ীর আঙ্গিনায় জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এ কথা বলেন।
আফরোজা আব্বাস আরো বলেন,ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে কোন উন্নয়ন হয়নি, হয়েছে দুর্নীতির মহোৎসব, গুম, খুন, নারী ধর্ষণ সহ সকল অপ-উন্নয়ন। জনগণের প্রতি তাদের কোন দায় নেই, আস্থা নেই, তাই তারা দিনের ভোটে মধ্যরাতে চুরি করে গায়ের জোরে ক্ষমতা দখল করে রেখেছে। তাদের পায়ের তলায় মাটি নেই, ক্ষমতায় টিকে থাকার জন্য একেক সময় একেক নাটক করে, নিজেরা বিরোধী মত ও দলকে মোকাবেলা করতে না পেরে প্রশাসন দিয়ে দমন নিপীড়ন করে দুঃশাসন কায়েম করছে।
মহিলা দলের নেতা-কর্মীদের উদ্দ্যেশে আফরোজা আব্বাস বলেন, আপনারা অনেক ত্যাগ শিকার করেছেন, মেরীর দুচোখ চিরদিনের জন্য অন্য হয়ে গেছে। যারা ত্যাগ শিকার করেছেন, দলের জন্য কাজ করে যাচ্ছে, তাদের পদ চাইতে হবে না, দলই তাদের মুল্যায়ন করবে। সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী সুলতানা তালুকদার রীনের সভাপতিত্বে জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ। প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহান পান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক লাভলি রাসেল, সহ দপ্তর সম্পাদক ললিতা গুলশান, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মাহফুজা ঝর্না, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পুর্নিমা ইসলাম, জেলা মহিলা দলের আহবায়ক সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন হাসি এবং সঞ্চালন করেন জেলা মহিলা দলের নেত্রী সাবেক পৌর কাউন্সিলর জোসনা মন্ডল। সিরাজগঞ্জ জেলা মহিলা দলের দ্বি-বার্র্ষিক সম্মেলনে জেলার নয়টি উপজেলা থেকে পাঁচ শতাধিক মহিলা দলের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মহিলা দলের সম্মেলনে উপস্থিত ছিলেন।