মানিকগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপির র্যালী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৭ এএম, ১৮ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৪:৪০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকাল সাতটায় শুরু হয় শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে ফুলদিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ। প্রথমে জেলা প্রসাশক আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন।
এরপর পর্যায়ক্রমে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদল সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। এর আগে আফরোজা খান রিতা ও এসএ জিন্নাহ কবিরের নেতৃত্বে একটি বিশাল র্যালী শহর প্রদক্ষিণ করেন। এসময় নেতা-কর্মী বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিন ও বিদেশে চিকিৎসার দাবী তুলে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পুলিশ প্রশাসন, জেলাপরিষদ, জেলা মুক্তিযুদ্ধ সংসদ, জেলা তথ্য অফিস, জেলা আওয়ামীলীগ, কর্নেল মালেক মেডিক্যাল কলেজ, সিভিল সার্জনের অফিস, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ পৌরসভা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা ইসলামী ফাউন্ডেশন, মানিকগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, মানিকগঞ্জ প্রেসক্লাব, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
এরপর র্যালি, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপি দিবসটি পালিত হয়।