মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির র্যালি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৫ পিএম, ১৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:৪৮ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভা শেষে সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ও আবু সুফিয়ানের নেতৃত্বে বিজয় র্যালি ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মিছিল সহকারে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার স্বপ্ন স্বাদ জনগণের মাঝে পৌছে দিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। গণতন্ত্র ও অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৭১ সালে চূড়ান্ত স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিন। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, দীর্ঘ ৯ মাস রক্ত ক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জত স্বাধীনতা আজ ভুলণ্ঠিত। স্বাধীনতার ৫০ বছর পরও জনগণ ভোটাধিকার বঞ্চিত। ক্ষমতাসীন আওয়ামী লীগ হরণ করেছে।
মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শর্তহীন মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার জোর দাবি জানাচ্ছি।
আলোচনা সভা, র্যালি, মিছিল ও চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম, এড. ইফতেখার মহসিন, আব্দুল গাফফার চৌধুরী, মঞ্জুর উদ্দিন চৌধুরী, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন মোস্তাফিজুর রহমান, হুমায়ুন কবির আনসার, ব্যাংকার মোস্তাফিজুর রহমান, নুরুল কবির, সিরাজুল ইসলাম, এড. আবু তাহের, এড. আবুল কালাম আবু, এড. শওকত ওসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ফোরকান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মহসিন, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল করিম, যুগ্ম আহ্বায়ক মাওলানা জাবের জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদ মঞ্জু প্রমুখ।