নারায়ণগঞ্জে বিএনপির বিজয় র্যালী খালেদার মুক্তির স্লোগানে মুখরিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৫ পিএম, ১৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:০১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নারায়ণগঞ্জে জেলা এবং মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী বিজয় র্যালী করেছে।
আজ বৃহম্পতিবার বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জ শহরের নগর ভবনের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে চাষাড়াস্থ বিজয় স্তম্ভে এসে পুষ্পস্তবক অর্পন করেন। কয়েক কিলোমিটারের এই পথ র্যালীটি এগিয়ে চলে বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগানে রাজপথ মুখরিত করে। এসময়ে নেতা-কর্মীদের গায়ে লাল-সবুজের পোশাক হাতে জাতীয় পতাকা, শহীদ জিয়া ও খালেদা জিয়ার ছবি শোভা পায়। চাষাড়া বিজয়স্তম্ভে এসে পুষ্পস্তবক অর্পণের সময় যুক্ত হন জেলা বিএনপির আহ্বায়ক তৈমূর আলম খন্দকার।
জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের নের্তৃত্বে র্যালীতে অংশ নেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, আব্দুল হাই রাজু, জাহিদ হাসান রোজেল, নাসির উদ্দিন, মোশারফ হোসেন, নজরুল ইসলাম পান্না মোল্লা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মুন্তুসহ ছাত্রদল, শ্রমিকদল, বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ।
র্যালীপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমরা আজ স্বাধীনতার ৫০ বছরে সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। শতবর্ষ উদযাপনে আমরা হয়তো বেচে থাকবো না। একারনে এই দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতার যে চেতনা তা গত ৫০ বছরে বাস্তবায়ন হয়নি। যে ৫টি মৌলিক অধিকার প্রতিটা নাগরিকের প্রাপ্য তার একটি হল চিকিতসা। সেই সুচিকিতসা থেকে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়া বঞ্চিত। এই সরকার স্বাধীনতার সকল চেতনাকে ধ্বংস করেছে। তাই এই সরকারের কাছে আমরা কিছু আর আশা করি না। যেভাবে রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল এদেশের গণতন্ত্রকামী মানুষ ঠিক সেভাবেই রক্ত দিয়ে আমাদের অধিকারকে ফিরিয়ে আনতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমে।