বিজয় দিবসে র্যালী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকালে ডা. শাহাদাত হোসেন
আওয়ামীলীগের হাতে দেশ ও স্বাধীনতা নিরাপদ নয় - ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২১ পিএম, ১৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:৩৪ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের দল। চট্টগ্রামের মাটি থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আর সে ঘোষণায় মুক্তিকামী জনতা উদ্ধৃত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। আজকে যারা বড় গলায় মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করে বেড়াচ্ছে তাদের বেশিরভাগই সে সময়ে ভারতে নিরাপদ আশ্রয়ে জীবন পার করেছেন। মুক্তিযুদ্ধে যে স্বপ্ন নিয়ে বীর বাঙালি অস্ত্র হাতে তুলে নিয়েছিল সে স্বপ্ন আজ ভূলুণ্ঠিত। আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে একদলীয় বাকশাল কায়েম করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দি করে রেখেছে। তিনি এখন গুরুতর অসুস্থ। কিন্তু সরকার তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তাই আওয়ামীলীগের মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা মানাই না। তাদের হাতে দেশ ও স্বাধীনতা নিরাপদ নয়।
আজ বৃহস্পতিবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্করের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল বিজয় র্যালী শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালীতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করে।
এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশে মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র নেই। যে দেশের জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে আজকে সেই বাংলাদেশকে দেখছি না। সেই দেশ ঘৃণ্য এক দেশ হয়ে গেছে, স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে। আজকে মহান বিজয়ের এই দিনে হারানো গণতন্ত্র ফেরানোর লক্ষ্যে সকল অপশক্তিকে পরাজিত করার শপথ নিতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগ এখন মুক্তিযু্দ্েধর চেতনা পরিপন্থী কাজে লিপ্ত হয়েছে। যে ভোট আর মত প্রকাশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সেই মতো প্রকাশের স্বাধীনতা এখন নাই। আওয়ামী লীগ ভোট চুরি করে ক্ষমতায় এসে মানুষের সংবিধানিক সকল অধিকার ক্ষুন্ন করেছে। দেশের প্রশাসনকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। এর থেকে আমাদের উত্তোরনের পথে বের করতে হবে। তার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ভোট ডাকাত ও তাদের দোসরদের বিরুদ্ধে।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাসেম, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম চৌধুরী মনজু, মো. কামরুল ইসলাম।
জেড ফোর্স চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
চট্টগ্রাম ব্যুরো,দিনকাল : জেড ফোর্স চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সভাপতি হামিদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছেলেন মোহাম্মদ রাহাত উদ্দিন, জাহেদুল ইসলাম,মোহাম্মদ নুরুল আলম,আরমান হোসেন,মোহাম্মদ সোহান,আবদুল খালেদ সবুজ,শাহরিয়ার ইমাম,মোহাম্মদ সাফা মারওয়ার,মোহাম্মদ আল আমিন,মোহাম্মদ রায়হান,রেজাউল করিম,মোহাম্মদ শাহাজাহান,মোহাম্মদ আনোয়ার,মোহাম্মদ কামরুল,মোহাম্মদ মুমিন,নুরুল আবছার,মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দীন,মোস্তাফা বশির,মোহাম্মদ সোহেল,মোহাম্মদ রিপাত উদ্দিন, কাউসার হামিদ প্রমুখ।