কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাসান জাফির ও শহিদুল ইসলামের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৫ পিএম, ১১ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৭:৩০ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাতীয়তাবাদী কৃষক দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক, মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শনিবার জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের শুভেচ্ছা জানান।
৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের শুভেচ্ছা।
"আজ ১১ ডিসেম্বর জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে আহবায়ক করে জাতীয়তাবাদী কৃষক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সাথে এই সংগঠনের সকল সহযোদ্ধা নেতা, কর্মী, সমর্থক ও শুভ্যানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাই।
কৃষিপ্রধান দেশ। কৃষিই বাংলাদেশের প্রাণ। এই কথাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গভীরভাবে উপলব্দি করতে পেরেছিলেন বলেই তিনি কৃষি ও কৃষকের উন্নতির জন্য কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। কৃষি ক্ষেত্রে তাঁর অসংখ্য অবদান ও পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য হলো খাল কাটা কর্মসূচী ও সবুজ বিপ্লব।
তিনিই প্রথম বাংলাদেশে ইরি ধানের চাষাবাদ শুরু করেন। যার ফলে দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রথমবার ক্ষমতায় এসে কৃষকের ৫ হাজার টাকার কৃষি ঋণ ও ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন।
যতবার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে-ততবারই কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য সর্বাত্মক কাজ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো-বর্তমান ফ্যাসিবাদী শাসনে কৃষক ও কৃষি আজ নিদারুণ সংকটে নিপতিত। তারা তাদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। পক্ষান্তরে উৎপাদন সামগ্রীর মূল্য বেড়েছে অস্বাভাবিকভাবে। ফলে কৃষক আরও দরিদ্র হচ্ছে, প্রান্তিক কৃষক তাদের সম্বল শেষ জমিটুকুও হারাচ্ছে। তার উপর আছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা ও নদীভাঙনের প্রভাব।
কৃষকদের সংগঠন হিসেবে এই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের সংগ্রাম আরো বেগবান করতে হবে।
কৃষকের মুক্তি, বেগম খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি ও তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন-একই সূত্রে গাঁথা। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ।"
এছাড়াও আগামীকাল ১২ ডিসেম্বর ২০২১, রবিবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
আলোচনা অনুষ্ঠানে জাতীয়তাবাদী কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।