প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কথায় প্রমাণিত হচ্ছে খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার- প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩১ পিএম, ১০ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:১৮ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কথায় প্রমাণিত হচ্ছে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে আইন নয় বাধা সরকার।
গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. ওয়ারেস আলী মামুন, প্রধান বক্তা ছিলেন শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল চৌধুরী, শফিকুল ইসলাম মুরাদ, নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস আলী, আবদুল্লাহ আবু সাঈদ, পৌর বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার, উপজেলার বাঘবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন, নন্নি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মেম্বার, পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির ওলি উল্যাহ প্রমুখ।
সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার এক যুগে ভোটের অধিকার ও দেশের মালিকানা কেড়ে নিয়েছে। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে জনগনের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন বা ক্ষমতার পালাবদলের পথ রুদ্ধ করে দিয়ে চরম রাজনৈতিক সঙ্কট, সংঘাত ও দুরত্ব সৃস্টি করেছে। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ে আটক রেখে, এখন তীব্র অসুস্থতায় সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাজনৈতিক সংঘাতকে চিরস্থায়ী করছে, অস্থিতিশীল পরিস্থিতির সৃস্টি করছে।
তিনি বলেন, সরকারের মনে রাখা উচিত, এই দিন শেষ দিন নয়। সরকারের প্রতিহিংসা,অবজ্ঞা, অবহেলা, সময় ক্ষেপনে বেগম খালেদা জিয়ার কিছু হলে ভয়াবহ পরিনতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। তিনি বলেন, অহঙ্কার-অহমিকা দিয়ে দেশ শাসন করা যায় না, মানুষের কাছ থেকে দূরে চলে যেতে হয়। তাদের দূর্নীতি ও দুঃশাসনে জনগণ অতিষ্ঠ। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এ দিকে সরকারের দৃষ্টি নেই। মন্ত্রী, এমপি,নেতারা অশ্লীলতা,অনৈতিকতায় নিমজ্জিত। আওয়ামী লীগ টাকলু পাগলুদের দ্বারা পরিপূর্ণ। তিনি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের প্রতি চলমান আন্দোলনে জনগণকে অধিকতর সম্পৃক্ত করে গণ অভ্যূত্থান সৃষ্টি করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার কায়েম করার আহ্বান জানান।