খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ হয়নি : অবস্থা অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৫ এএম, ১০ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:৫৪ পিএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, গতকালের মতো এখনও তাঁর রক্তক্ষরণ হচ্ছে। মেডিকেল বোর্ড সার্বক্ষণিক মনিটরিং করছেন।
আজ বৃহস্পতিবার সকালে ও বিকেলে বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা দেখে গেছেন। বুধবার রাতে মেডিকেল বোর্ড বসেছিল। তারা প্রয়োজন অনুযায়ী তাঁকে ওষুধ দিচ্ছেন। তবে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজনে দ্রুত বিদেশে নেয়া দরকার।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আগেই বলেছি তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর চিকিৎসা দরকার এবং সেই চিকিৎসা এই দেশে সম্ভব হচ্ছে না। আমরা বলেছি যে, ডাক্তার সাহেবরা যারা তাঁর চিকিৎসা করছেন তারা বলেছেন- যে টেকনোলজিতে চিকিৎসা করা দরকার সেই টেকনোলজি এখানে নেই। সুতরাং তাঁকে অবিলম্বে কালবিলম্ব না করে বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো দরকার। কিন্তু কী দুর্ভাগ্য, আমাদের দেশে জোর করে ক্ষমতা দখল করে যিনি দেশ চালাচ্ছেন তিনি বলছেন, অনেক মানবতা দেখিয়েছি। আর কত মানবতা দেখাব। এটা কোনো সভ্য দেশের নেতার কাছ থেকে আশা করা যায় না। দুর্ভাগ্য আমাদের, যে নেত্রী তাঁর সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কারাগারে গেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি নিগৃহীত হয়েছেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যখন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তখন এই নেত্রী দুটো একেবারে শিশু তাদেরকে হাত ধরে নিয়ে পালিয়ে ঢাকায় এসেছিলেন। সেখানে তিনি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং ১৬ ডিসেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। সেই নেত্রীকে আজকে তাঁর বিশেষ চিকিৎসা, উন্নত চিকিৎসার কোনো সুযোগ দেয়া হচ্ছে না, অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বুধবার আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁকে (খালেদা জিয়া) যে বাসায় থাকতে দিয়েছি, ইচ্ছামতো হাসপাতালে নিচ্ছে, চিকিৎসা করছে, এটাই কি যথেষ্ট না? অনেক বড় উদারতা কি দেখাইনি? আমার কাছ থেকে আর কত আশা করে তারা? কিভাবে আশা করে? গত ১৩ নভেম্বর থেকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। তাঁর রক্তক্ষরণ হচ্ছে থেমে থেমে। তাঁর মেডিকেল বোর্ড অবিলম্বে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার সুপারিশ করেছে।