সরিষাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের মিলাদ মাহফিলে হামলার ঘটনায় ১৬ বিএনপি নেতাকর্মীর জামিন লাভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৯ পিএম, ৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:৪৪ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপি এবং অংগ সংগঠনের ১৬ নেতাকর্মী জামিন লাভ করেছে।
গতকাল বুধবার (৮ ডিসেম্বর) হাইকোর্ট থেকে তারা এ জামিন লাভ করেন।
জামিন প্রাপ্তরা হলেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু, সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি সাবেক উপাধ্যক্ষ আব্দুল বারেক, উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক জিএস রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল, সাতপোয়া ইউনয়ন বিএনপির আহবায়ক আলাল তরফদার, সদস্য সচিব মন্টু কাদের, ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবর আলী, সদস্য সচিব স্বপন ম্যাম্বারসহ ১৬ জন নেতাকর্মী।
গত ২২ নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচীতে হামলা ও ভাংচুর ঘটনায় সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলা ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জন বিএনপি নেতকর্মীকে আসামি করা হয়। দায়েরকৃত মামলায় সরিষাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ ফকির ও বিএনপি কর্মী সুলতান মিয়াকে পুলিশ গ্রেফতার করে।