ডা. মুরাদকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি বগুড়া জেলা মহিলা দলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৮ এএম, ৮ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:০২ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নারী বিদ্বেষী, বর্ণবাদী, বিকৃত, যৌন হয়রানী মূলক বক্তব্য প্রদানকারী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান কে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবী জানান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া জেলা শাখা।
আজ সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, সাবেক সভাপতি লাভলী রহমান, জেলা মহিলা দল বগুড়া সহ মহিলা দল বগুড়ার সকল নেতৃবৃন্দ নারী বিদ্বেষী, বর্ণবাদী, বিকৃত এবং যৌন হয়রানী মূলক বক্তব্য প্রদানকারী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানকে গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় আনার দাবী করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ অন লাইন আলােচনায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমান ও তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত অশালীন, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যা নারী বিদ্বেষী, বর্ণবাদী, বিকৃতরুচিসম্পন্ন ও যৌন হয়রানী মূলক। এসব মন্তব্য থেকে বােঝা যায় ভীষন বিকৃত মানসিকতার অধিকারী এই সাংসদ।
নেতৃবৃন্দ বলেন, নারী বিদ্বেষী বক্তব্যের জন্য ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিষ্টার মঈনুল হােসেনকে জেলে যেতে হলেও তবে ডাঃ মুরাদকে কেন এখনও আইনের আওতায় আনা হচ্ছেনা? এতে করে জনমনে প্রশ্ন জাগা স্বাভাবিক, তাহলে কি ডাঃ মুরাদ রাষ্ট্র এবং সরকারের প্রশ্রয়েই এ ধরনের মন্তব্য, বক্তব্য বিবৃতি দিয়ে চলেছেন।
জনতার এসব প্রশ্ন নিরশন করতে অবিলম্বে ডাঃ মুরাদকে গ্রেফতার করে তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদানের জোর দাবী জানান নেতৃবৃন্দ।