আড়াইহাজারের আ’লীগ কর্মী কুখ্যাত মাদক ব্যবসায়ী মেম্বার প্রার্থী পেলেন ফুটবল প্রতীক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৭ পিএম, ৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:৪২ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শীর্ষ মাদক ব্যবসায়ী আ’লীগ কর্মী, যার পুরো পরিবার মাদকের ব্যবসার সাথে জড়িত সেই সোহেল এবার ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হয়েছেন।
আজ মঙ্গলবার এই প্রার্থীকে ফুটবল প্রতীক দেয়া হয়েছে। সে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং উক্ত ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার পদের প্রতিদ্বন্দ্বীতা করছেন। গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সোহেল মনোনয়ন দাখিল করেছিলেন।
এলাকাবাসি জানিয়েছে, আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বালিয়াপাড়া গ্রামের একটি পরিবার সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত বিষয়টি পুরো উপজেলায় ওপেন সিক্রেট। এই পরিবারটি উপজেলায় প্রথম মাদক ব্যবসার প্রচারপ্রসার করে। পরিবারের কোন সদস্য গ্রেফতার হলে অন্য সদস্যরা এই ব্যবসার হাল ধরেন। যার কারণে বন্ধ হচ্ছেনা মাদক বিক্রি। তাদের পরিবারের সদস্য নির্বাচনে নামায় এবার আতঙ্ক আর ভয় ছড়িয়েছে গ্রামজুড়ে। এই পরিবারের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে জাতীয় পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে।
আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন জানান, সোহেল নামের একজনকে ফুটবল প্রতীক দেওয়া হয়েছে। সে মাদক ব্যবসায়ী কিনা তা জানা নেই।