টাঙ্গাইলে হত্যা মামলার আসামি পেলেন নৌকা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৫ পিএম, ৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:২৭ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকায় রয়েছে টাঙ্গাইলের মির্জাপুর। শনিবার উপজেলার ৮ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে লড়তে দলীয় মনোনয়ন পেয়েছেন ১৩নং বাঁশতৈল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিল্টন। তিনি একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
জানা গেছে, তৃণমূলের নেতাকর্মীদের কাছে জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মো. শামসুল আলম। কিন্তু শনিবার কেন্দ্র থেকে ঘোষিত তালিকায় দেখা গেছে মো. আতিকুর রহমান মিল্টনকে দলীয় প্রার্থী করা হয়েছে।
তৃণমূলের মনোনীত প্রার্থী পরিবর্তন করে হত্যা মামলার আসামিকে দলীয় মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
থানা সূত্র জানায়, মো. আতিকুর রহমান মিল্টন মির্জাপুরে ডা. রুপম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি এ হত্যা মামলায় তিন মাস ১৫ দিন কারাগারে থেকে জামিনে রয়েছেন।
আতিকুর রহমান মিল্টন বলেন, তিনি ডা. রুপম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলা তদন্ত করছেন গাজীপুর সিআইডি। আমি আদালত থেকে জামিন পেয়েছি।
আগামী ৫ জানুয়ারি মির্জাপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।