ডা. মুরাদের মানহানিকর কুৎসা রটনার প্রতিবাদে চট্টগ্রাম উত্তর মহিলা দলের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৯ পিএম, ৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:৩৬ পিএম, ৭ ডিসেম্বর,শনিবার,২০২৪
ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের মানহানিকর কুৎসা রটনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম উত্তর জেলার সকল নেতৃবৃন্দের একসাথে বিবৃতি প্রদান করেন।
আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে মেহেরুন নেছা নার্গিস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিবৃতি প্রদান করেন নেতৃবৃন্দ।
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এর সাম্প্রতিক জঘন্য, ভয়ঙ্কর, বিপদজনক, অসভ্য, বর্বর মন্তব্যগুলো জেনে আমরা জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম উত্তর আশ্চর্য এবং স্তম্বিত।
মুরাদ সাহেব রাজনীতি করেন একটা দলের পদ-পদবিতে বহাল আছেন। যেভাবেই হোক উনি একজন সাংসদ এবং প্রতিমন্ত্রী। ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে বলতে গিয়ে উনি যে হীনমন্যতার পরিচয় দিয়েছেন সত্যি উনাকে একজন বর্বর মানুষ হিসেবে আখ্যায়িত করতে হয়। উনি একজন সাংসদ হিসেবে সরকারী পদে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের শপথ নিয়েছেন। আর সে জন্যই তিনি আইন লঙ্ঘন করতে যদি লঙ্ঘন করতে পারেন না। যদি লঙ্ঘন করেন আইন অনুযায়ী প্রতিকার ও প্রতিবিধান এর দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
ব্যারিস্টার জাইমা রহমান যেই হোক না কেন তিনি তো রাজনীতি করেন না। তিনি একজন প্রাইভেট সিটিজেন এবং একজন নারী। তার সম্পর্কে কুৎসা রটনা করে মুরাদ সাহেব অনেকগুলো আইন ও সংবিধান লংঘন করেছেন এবং সমাজকে কলুষিত করেছেন।
তিনি দেশের নাগরিকদের প্রকাশ্যে অসম্মান করেছেন। সুতরাং মুরাদ সাহেবের মত ব্যাক্তিবর্গ এসব গুরুত্বপূর্ণ পদে থাকার অনুউপযুক্ত। তাকে দ্রুত রাষ্ট্রীয় এবং রাজনৈতিক সব ধরনের পদ-পদবী থেকে অপসারণ করে দেশের আইন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। তা না হলে ঘৃণ্য বর্বরোচিত অপরাধের দায় সরকারকেই নিতে হবে।