মুরাদ হাসানের অরুচিকর মন্তব্যের প্রতিবাদে দেশের ৭১ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৮ পিএম, ৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:১৫ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশের ৭১ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঘৃণা ও ক্ষোভের সাথে তীব্র প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতিতে জিয়া পরিবারের বিরুদ্ধে শাসক দলের অব্যাহত ষড়যন্ত্র, অপপ্রচারকারী বিকৃত মস্তিষ্কের তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের শিষ্টাচার বহির্ভূত ও অরুচিকর কিছু মন্তব্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস।
তাঁরা আরও উল্লেখ করেন, 'সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য প্রতিমন্ত্রীর বিকৃত, রুচিহীন, নারী বিদ্বেষী ও বর্ণবিদ্বেষী মন্তব্য অমার্জনীয় অপরাধ। কোনো বিবেকবান মানুষ এই কুরুচিপূর্ণমন্তব্য সহ্য করবে না। দায়িত্বশীল ব্যক্তির রুচি ও নৈতিকতার অধঃপতনে বিবৃতিদাতারা বিস্মিত হয়েছেন।
যৌথ বিবৃতিতে উল্লেখ করেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান ফ্যাসিষ্ট সরকারের প্রতিহিংসা, জিঘাংসা ও অমানবিক নিষ্ঠুর আচরণের শিকার হয়ে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন। এমতাবস্থায় জিয়া পরিবারের নারী সদস্যসহ এই পরিবারের সদস্যদের সম্পর্কেএমন অশ্লীল, ঘৃণ্য অপপ্রচার সমগ্রনারী জাতিকেই অসম্মান করেছে। যা কোনো সভ্য দেশে কাম্য নয়।
এই ধরণের অভদ্রোচিত ও অশালীন মন্তব্যের জন্য ধিক্কার ও তীব্রপ্রতিবাদ জানিয়েছেন। শুধুপদত্যাগ করে এর দায় থেকে কেউ মুক্তি পেতে পারেনা। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং জনাব তারেক রহমান এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সর্ম্পকে অশালীন মন্তব্যের জন্য জনসমক্ষে জিয়া পরিবারসহ সমগ্রনারী সমাজের কাছে ক্ষমা চেয়ে নেয়ার আহ্বান ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
নিম্নে বিবৃতিকারীগণ:
বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক ও একুশে পদক প্রাপ্ত গীতিকার, চলচ্চিত্রকার ও সংস্কৃতিজন গাজী মাজহারুল আনোয়ার, সংস্কৃতিজন চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, একুশে পদক প্রাপ্ত গীতিকার মনিরুজ্জামান মনির, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা চিত্রনায়ক হেলাল খান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী কনক চাঁপা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী আসিফ আকবর, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার মুনশি ওয়াদুদ, ড. রেজোয়ান সিদ্দিকী, জাসাস এর সদস্য সচিব জাকির হোসেন রোকন, সাবেক সিনেট সদস্য (ঢা.বি.) লিয়াকত আলী, সঙ্গীত পরিচালক ইথুন বাবু, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, চলচ্চিত্র পরিচালক হাফিজ উদ্দিন, চিত্রনায়িকা শাহরিয়া ইসলাম শায়লা, সঙ্গীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু, কণ্ঠশিল্পী হাসান চৌধুরী, গ্রুপ থিয়েটার কর্মী জাহেদুল আলম হিটো, সাংবাদিক শামসুদ্দিন দিদার, অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা সানু, কণ্ঠশিল্পী জামাল উদ্দিন নাসির (নাসির), নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, কণ্ঠশিল্পী আব্দুল মানড়বান রানা, সাংবাদিক এস এম মনিরুল ইসলাম, চারুকলা শিল্পী রুস্তম আলী প্রামানিক, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, চলচ্চিত্র পরিচালক শেখ দিদারুল ইসলাম দিদার, চলচ্চিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ, চলচ্চিত্র পরিচালক আবুল কালাম আজাদ, অভিনেত্রী রিনা খান, নাট্য পরিচালক দীন মোহাম্মদ মন্টু, অভিনেতা আমির, চারুকলা শিল্পী এফ এম আনিস, নাট্যকর্মী নাহিদ উল্লাহ চৌধুরী, কণ্ঠশিল্পী শাহিনুর আবেদীন, আলোকচিত্র শিল্পী বাবুল তালুকদার, বাচিক শিল্পী এনামুল হক জুয়েল, কণ্ঠশিল্পী আশরাফ হোসেন শাহিন, গীতিকার নাজমা সাঈদ, সাংবাদিক মিজানুর রহমান, নাট্যকর্মীশফিকুল হাসান রতন, চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক রেজা লতিফ,
চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সামছুল আলম, কাহিনীকার ও চলচ্চিত্র পরিচালক আবুসাঈদ খান, চলচ্চিত্র পরিচালক এ জে রানা, চিত্র সম্পাদক মইনুল হাসান খোকন, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন মিলন, নাট্যঅভিনেতা দিদার মন্ডল, চলচ্চিত্র পরিচালক তারিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন
তারিক), চলচ্চিত্র পরিচালক হোসাইন আনোয়ার, চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মহারাজ, চলচ্চিত্র পরিচালক সাজেদুর রহমান সাজু, চলচ্চিত্র পরিচালক হানিফ রেজা মিলন, চলচ্চিত্র পরিচালক কাজী আলমগীর, চলচ্চিত্র পরিচালক এ.কে এম ফিরোজ বাবু, চলচ্চিত্র পরিচালক
জ্যাম্বস কাজল, নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, চিত্রগ্রাহক ইস্তফা রহমান, চলচ্চিত্র পরিচালক শফিক হাসান, অভিনেত্রী কেয়া চৌধুরী, মঞ্চ অভিনেতা রিপন মাহমুদ, কণ্ঠশিল্পী সাবিনা আক্তার মুক্তা, কণ্ঠশিল্পী শীলা মল্লিক, চিত্রসম্পাদক একরামুল ইসলাম একরাম, চিত্রসম্পাদক সহিদুল
ইসলাম সহিদ, চিত্রনায়ক আবির, মডেল ও অভিনেত্রী তানিয়া রিতু, সানাইরাইজ, জেবা রহমান, ঈষিতা নূর প্রমুখ।