তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদকে অপসারণ দাবি করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৬ এএম, ৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:১৬ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
আজ সোমবার এক যুক্ত বিবৃতিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি নারীনেত্রী রওশন আরা রুশা এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু নারী বিদ্বেষী, বর্ণবাদী, বিকৃত এবং যৌন হয়রানীমূলক বক্তব্য প্রদানকারী তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানকে অপসারণ দাবি করনে।।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলনে, তথ্য প্রতমিন্ত্রী ডাক্তার মুরাদ অনলাইন আলােচনায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদো জিয়া, তার ছেলে তারেক রহমান ও তার নাতনি জায়মা রহমান সম্পর্কে অত্যন্ত অশালীন অশ্রাব্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যা নারী বিদ্বেষী, বর্ণবাদী', বিকৃতরুচী সম্পন্ন ও যৌন হয়রানীমূলক। এসব মন্তব্য থেকে বােঝা যায় ভীষণ বিকৃত মানসকিতার অধিকারী এই সাংসদ।
নেতৃবৃন্দ আরও বলেন, নারী বিদ্বেষী বক্তব্যের জন্য ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হােসেনকে জেলে যেতে হলেও ডাক্তার মুরাদকে কেন এখনও আইনের আওতায় আনা হচ্ছে না? এতে করে জনমনে প্রশ্ন জাগা স্বাভাবিক, তাহলে কি ডাক্তার মুরাদ রাষ্ট্র এবং সরকারের প্রশ্রয়েই এ ধরনের মন্তব্য, বক্তব্য, বিবৃতি দিয়ে চলেছেন? জনগণের এসব প্রশ্ন নিরসন করতে নেতৃবৃন্দ অবলিম্বে ডাক্তার মুরাদের মন্ত্রীত্ব ও সংসদ সদস্য পদসহ সকল ধরনের সাংবিধানিক পদ থেকে অপসারণ দাবি করেন। সাথে সাথে এমন একটি দায়িত্বশীল পদে অবস্থান করে নারী বিদ্বেষী মন্তব্য করার জন্য শান্তির আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ ।