তথ্য প্রতিমন্ত্রীর শিষ্টাচার বহির্ভূত মন্তব্যের বিরুদ্ধে নারী ও শিশু অধিকার ফোরামের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৬ পিএম, ৬ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০১:০২ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সরকারের তথ্য-প্রতিমন্ত্রীর একটি বিকৃত এবং শিষ্টাচার বহির্ভূত নারী ও বর্ণবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানিয়েছেন নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং সদস্য সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
আজ সোমবার সসস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তথ্য-প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে নারী ও বর্ণবিদ্বেষী অশালীন মন্তব্যে নারী ও শিশু অধিকার ফোরামসহ সারাদেশের নারী সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য-প্রতিমন্ত্রীর ঘৃন্য বক্তব্য ও মন্তব্যে দেশব্যাপী নিন্দার ঝড় বইছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের রোষানলে বিদেশে সুচিকিৎসার সুযোগ পাচ্ছেন না। তিনি এখন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এমন অবস্থায় বেগম খালেদা জিয়ার পরিবারের একজন নারী সদস্য সম্পর্কে তথ্য-প্রতিমন্ত্রীর অশ্লীল অপপ্রচার কতটা জঘন্য মনোবৃত্তির পরিচায়ক তা সহজেই অনুমেয়।
নেতৃদ্বয় অবিলম্বে সরকারের তথ্য-প্রতিমন্ত্রীকে বিকৃত মন্তব্যের জন্য জাতির নিকট ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বান জানান।