বেগম খালেদা জিয়াকে সরকার হত্যার চেষ্টা করছে- জাকির হোসেন সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৫ পিএম, ৬ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৫০ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন "দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন ফরমায়েশি রায়ে জেলখানায় নেওয়া হলো তখন তার এসব অসুখ ছিল না, এখন তার এই অবস্থার জন্য সরকার সম্পুর্ণভাবে দায়ী। বেগম খালেদা জিয়াকে সরকার হত্যার চেষ্টা করছে"।
আজ সোমবার (৬ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানদের সমাবেশ তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ সমাবেশ করা হয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে সব দায় সরকারের বলে মন্তব্য করেন সাবেক এ উপজেলা চেয়ারম্যান। আজকের এ সমাবেশ সফল করতে বিশেষ দায়িত্ব পালন করেন, কুষ্টিয়ার প্রকৌশলী জাকির হোসেন সরকার, বগুড়ার শাহে আলম ও ঢাকার তমিজ উদ্দিন।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, আবু সাইদ চাঁন, দেওয়ান শফিকুজ্জামান, কফিল উদ্দিন, দিলদার হোসেন, জাফর ইকবাল হিরন, আমিনুল ইসলাম বাদশা, সরকার বাদল, মোর্শেদ মিল্টন, মশিউর রহমান, নবী নেওয়াজ খান, জয়নাল আবেদিন, আতাউর রহমান আতা, আসিক চৌধুরী, কামাল উদ্দিন সহ সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ।