বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে সৈয়দপুরে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৬ পিএম, ৫ ডিসেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০১:০৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।
গতকাল শনিবার (৪ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল ওই কর্মসূচি পালন করে। সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মামুন খান।
জেলা ছাত্রদলের সভাপতি রিজওয়ান আক্তার পাপ্পুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক যথাক্রমে প্রভাষক শওকত হায়াৎ শাহ, ও মো. শামসুল আলম, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহিন আকতার শাহিন, বিএনপি নেতা আব্দুল খালেক পৌর বিএনপি আহ্বায়ক শেখ বাবলু, সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুজাউল হক সাজু, সহ--সভাপতি আবু নাসিম মিঠু, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব এ বি জয়, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুহিত চৌধুরী, কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইবনে সাঈদ সুজন, সদস্য সচিব রাসেল প্রামাণিক, সৈয়দপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর তারিক আজিজ, সিনিয়র যুগ্ম সম্পদক পারভেজ আলম গুড্ডু, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন টিটু প্রমুখ।
সমাবেশে বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সাজানো মামলায় কারাদন্ড দিয়ে তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। তাঁকে স্লো পয়োজনিং এর মাধ্যমে চিকিৎসার নামে তিলে তিলে শেষ করার ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে। যে কারণে লিভার সিরোসিসের মত কঠিণ রোগে আক্রান্ত হয়ে খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারা আইনের দোহাই দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে বিদেশে সুচিকিৎসা নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছে।
বক্তারা বলেন, আইনের শাসন আর রাজনৈতিক স্থিতিশীলতা আজ দেশ থেকে উধাও। আওয়ামীলীগ খুনের আসামীকে ক্ষমা করে দিলেও দেশের জনপ্রিয় দল বিএনপি চেয়ারপারসনকে ঠুনকো অজুহাতে আটক রেখে একের পর এক জনবিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
তারা বলেন, সরকার তাঁকে নিয়ে প্রতিহিংসার খেলায় মেতেছে। তাদের খেলা অচিরেই শেষ হবে। জনতা জেগে উঠেছে। জনরোষেই সরকারের পতন ঘটবে। বক্তারা কেন্দ্রের নির্দেশ আসামাত্রই দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে একদফার আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান।
তারা অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেয়ার দাবী জানান। সমাবেশে সৈয়দপুর রাজনৈতিক জেলা, সৈয়দপুর উপজেলা, পৌর এবং কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।