বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই বহন করতে হবে- ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৬ পিএম, ৪ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১২:০৩ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, সরকার মানুষের ভোটের অধিকার হরন করে একতরফাভাবে ক্ষমতা দখল করে রেখেছে। বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা নিয়ে গড়িমসি করছে সরকার। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে সু-চিকিৎসার ব্যবস্থার দাবি জানান। অন্যথ্যায় চিকিৎসার অভাবে যদি বিএনপি চেয়ারপারসনের কিছু হয় তাহলে এর দায় সরকারকেই বহন করতে হবে।
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের স্টেশন রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক করিম প্রধান রনি।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোশারফ সিদ্দিকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, শহর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব শামীম আহমেদ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বোরহান উদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচিতে জেলা ছাত্রদল, শহর ও সদর উপজেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।