খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৮ পিএম, ৪ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১১:৫৪ পিএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
গুরুতর অসুস্থ বিএনপি'র চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র নি:শর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় ছাত্রদল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্দ্যোগে আজ শনিবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সি.যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, ১নং সহ সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি ইনতিয়ার হোসেন ইরন, হুমায়ুন কবির আকাশ, মতিউর রহমান মিশর, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাইমুম আহমেদ ইকবাল, সাদ্দাম হোসেন।
সমাবেশে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ অবৈধ সরকারের প্রতি ধিক্কার জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অতিদ্রুত নি:শর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবী জানান। সরকার মামলার নাটক সাজিয়ে কথিত সাজায় কিংবদন্তীতুল্য নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে অমানবিক আচরণ করছে তা ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ দাবী আদায়ের জন্য লাগাতার কর্মসূচি দেওয়ার কথা বলেন। বিক্ষোভ সমাবেশ থেকে মিছিল বের করতে গেলে পুলিশ আটকে দেয়। সমাবেশে জেলা ছাত্রদল ও অধিনস্ত ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবসহ যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন।