নারায়ণগঞ্জে বিএনপি'র নেতাকর্মীর ওপর আ'লীগের হামলার প্রতিবাদে মহিলা দলের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৬ পিএম, ২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:১৭ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গত ২৯ নভেম্বর ২০২১ তারিখে নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু ও তার ভাই রফিকুল ইসলাম এবং মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারসহ ২৫ জনের অধিক নেতাকর্মীর ওপর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা তাদের বাড়ীঘর, দোকানপাটেও নির্বিচারে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট চালায়।
এধরণের ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, "বর্তমান শাসকগোষ্ঠী মানুষের দুর্ভোগ লাঘবে সচেষ্ট না হয়ে বরং নিজেদের ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর জুলুমের স্টিমরোলার অব্যাহত রেখেছে। এর ধারাবাহিক অংশ হিসেবে গত ২৯ নভেম্বর ২০২১ তারিখে নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু ও তার ভাই রফিকুল ইসলাম এবং মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারসহ ২৫ জনের অধিক নেতাকর্মীর ওপর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করা সহ তাদের বাড়ীঘর, দোকানপাটেও নির্বিচারে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালিয়েছে।
বিএনপি নেতাকর্মীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর নিপীড়ণ-নির্যাতন চালিয়ে তাদের মনোবল ভেঙ্গে দিতে সরকার দিনের পর দিন হিংস্র থেকে আরও হিংস্রতর রুপ ধারণ করছে। নেতাকর্মীদেরকে বিনা কারণে নানা কায়দায় শায়েস্তা করা যেন ফ্যাসিবাদী সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘস্থায়ী করতে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারদলীয় সন্ত্রাসীরা বিরোধী দল দমনের লক্ষ্যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে মরিয়া হয়ে উঠেছে।
সুষ্ঠু বিচারের অভাবে সরকারদলীয় সন্ত্রাসীরা ছাড়া পেয়ে যাওয়ার কারণে তারা দ্বিগুণ উৎসাহে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। আর এজন্যই দেশব্যাপী আওয়ামী দলীয় সন্ত্রাসীরা রক্তের হোলিখেলায় মেতে উঠেছে। তারই শিকার হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু ও তার ভাই রফিকুল ইসলাম এবং মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারসহ ২৫ জনের অধিক নেতাকর্মী।
আমরা এই ন্যাক্কারজনক হামলা, ভাংচুর ও লুটপাটসহ নেতাকর্মীদেরকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।"