বগুড়ার শেরপুরে পুলিশের বাধায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল পণ্ড, গ্রেপ্তার ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ পিএম, ১ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:৪৭ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বগুড়ার শেরপুরে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবকদলের মশাল মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। এসময় ছয় নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা শহরের কলেজরোড এলাকা থেকে একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছামাত্রই পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশি বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা চালায়। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় যুবদল ও স্বেচ্ছাসেবকদলের কয়েকজন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, কোনো প্রকার অনুমতি ছাড়াই রাতের বেলায় শহরে হঠাৎ একটি মশাল মিছিল বের করা হয়। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিছিলটি পণ্ড করে দেন। সেইসঙ্গে ছয়জনকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।