খালেদা জিয়া মুক্ত হলেই বাংলাদেশ মুক্ত হবে - আক্তারুজ্জামান বাচ্চু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫১ এএম, ১ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:১৭ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বেগম খালেদা জিয়া মুক্ত হলেই বাংলাদেশ শৃঙ্খলমুক্ত হবে বলে মন্তব্য করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে বক্তব্যে তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার পার্শবর্তী একটি দেশের তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করতেই স্বাধীন বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খল পড়িয়েছে। তাঁবেদারদের কবল থেকে মুক্ত করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বেগম খালেদা গণতন্ত্রের প্রতিক, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতিক। অবৈধ সরকার পরিকল্পিতভাবে বিনা চিকিৎসায়গণ মানুষের অধিকার আদায়ের নেত্রীকে তিলে তিলে হত্যা করছে। এমন অবস্থায় জাতীয়তাবাদী শক্তি ও এদেশের মানুষ ঘরে বসে থাকতে পারে না। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা “মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই“ স্লোগানে মুখরিত করে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ করে। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মিছিল ও সমাবেশে গফরগাঁও উপজেলা বিএনপি নেতা আবু সাহিদ মাস্টার, আতিকুল ইসলাম বাবুল, রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন সরকার, পৌর বিএনপি নেতা আবুল কালাম আজাদ, পাগলা থানা বিএনপি নেতা শেখ মোঃ ইসমত, ডাঃ আব্দুল মান্নান, শামছুল হক, আবুল কালাম, মকবুল হোসেন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম নিঝুম, আমিনুল ইসলাম বাবুল, আব্দুল হাই, উজ্জল আহমেদ পাপ্পু, মিজানুর রহমান, ফরিদ খান, মোঃ কাজল মিয়া, নিপুল মেম্বার, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক বুলবুল সরকার, সদস্য ইয়াসিন খান, মোঃ হারুন-অর-রশীদ, সাইফুল আবেদিন কাঞ্চন, মোঃ রুবেল মিয়া, স্বপন, মোহাইমিনুল ইসলাম জনি, রুহুল খান, পাগলা থানা জাসাস সভাপতি রেজাউল হক সিদ্দিকী খোকন, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম মিয়া, জাবের আল মামুন সুজন, মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দল নেতা মঈনুল হোসেন রুবেল , ইঞ্ছিনিয়ার মাহমুদুল হাসান রুবেল, শেখ হাসানুর রহমান রিয়াজ, ইবনে আজাহার মাহমুদ, মাসুদুর রহমান, ইবনে আজাদ কল্লোল, মোঃ বাবুল মিয়া, মনির মিয়া, আবদুল্লাহ রিপন, সিরাজুল ইসলাম স্বপন, রেজাউল ইসলাম সজিব, পাগলা থানা ছাত্রদলের সদস্য সচিব সুখেন আকন্দ, যুগ্ম আহ্বায়ক আবু সায়েম ফরহাদ, সাইদুল ইসলাম, শামীম আজাদ, আবু নাঈম, গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আহাদ মিয়া তানিম, তাঁতীদল নেতা শামছুল আলম ফুল মিয়া, কায়সার, জিল্লুর রহমান, মোঃ মাসুদ রানা, রতন শেখ, তাফাজ্জল হোসেন, আব্দুল আওয়াল, গফরগাঁও উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক লোকমান হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মাহমুদ সেলিম, পাগলা থানা মৎস্যজীবি দল নেতা মোঃ ফালান মিয়া, আক্তার ফকিরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।