আড়াইহাজারে মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী তার পরিবারের উপরে হামলায় নারায়ণগঞ্জ জেলা আহবায়ক নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৬ এএম, ৩০ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:৩২ পিএম, ১৫ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারী দলের সন্ত্রাসীরা বিভিন্ন অস্ত্র সস্ত্র নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার ও তার স্বামীসহ পরিবারের উপরে হামলা সহ তাদের মালিকানাধীন আশিক সুপার মার্কেটের উপর হামলা চালিয়ে প্রায় ১ (এক) কোটি টাকার ক্ষতি সাধন করে।
আজ সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিকে জানান, সরকারী দলের সন্ত্রাসীরা পারভীন আক্তার ও তার দেবর রফিকুল ইসলাম’কে মারপিট করে গুরুতর আহত এবং তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক এ্যাডঃ তৈমূর আলম খন্দকার সরকারী দলের সন্ত্রাসীদের এহেন তান্ডবের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে তাদের গ্রেফতারের দাবী জানান। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের ব্যর্থতায় নিন্দাজ্ঞাপন করেন।