রামগঞ্জে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে ইউপির নির্বাচন সম্পূর্ন, নিহত-১, আটক-৪০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৬ পিএম, ২৮ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৯:২৭ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
আজ রবিবার রামগঞ্জ উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ও সহিংসতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালিন দু’পক্ষের সংর্ঘষে একজন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৪০জনকে আটক।
জানাগেছে, অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাত ২টার দিকে র্যাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের মধ্য ভাদুর ভোট কেন্দ্র সংলগ্ন যুগী বাড়ির মিন্টু হাজীর বিল্ডিং থেকে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ৩১জন যুবককে আটক করে। এ ছাড়া আজ সকাল ১১টার দিকে ভোট চলাকালিন সময়ে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া ভোট কেন্দ্র এলাকা থেকে একটি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৯জন যুবককে আটক করে বিজিবি সদস্যরা। দুপুর পোনে একটার দিকে উপজেলা ইছাপুর ইউনিয়নে নারায়নপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে কয়েকজন বহিরাগত লোক প্রবেশ করে ভোটারদেরকে বাহির করে দেয়। এ ঘটনায় কেন্দ্রের বাহিরে ভেটাররা উত্তেজিত হয়ে পড়লে কে বা কাহারা কয়েকটি ককটেল ফাঁটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে কেন্দ্রের ভিতর থেকে গেইট বন্ধ করে দেয়া হয়। দুপুর ২টার দিকে এ ইউনিয়নের নয়নপুর ভোট কেন্দ্রে নৌকা ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংর্ঘষ হয় এ সময় ইউনিয়ন ছাত্রলীগে সভাপতি আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে আমুমূর্ষ অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে মারা যায়। অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি অংশ গ্রহন না করায় আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী বিরুদ্ধে দলের মনোনয়ন বঞ্চিতরা বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন অংশ গ্রহন করেন।