দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৫ এএম, ২৭ নভেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১২:৪১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর পরিবারের সদস্যরা।
আজ শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ভাসানী পরিবারের পাঁচ সদস্যের একটি দল বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান।
সেখানে আধা ঘন্টা সময় অবস্থান করেন তারা। হাসপাতাল থেকে বের হয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ছোট মেয়ে মাহমুদা খানম ভাসানী সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া কথা বলতে পারছেন, তবে খুব ধীরে ধীরে। তিনি খুবই দুর্বল। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার সুযোগ দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।
হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া ভাসানীর পরিবারের অন্য সদস্যরা হলেন, ভাসানীর বড় মেয়ে রিজিয়া ভাসানী, নাতি হাবিব হাসান মনার, মাহমুদুল হক শানু, নাতনি সুরাইয়া সুলতানা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।