নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৭ পিএম, ২৬ নভেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:০৫ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
গুরুতর অসুস্থ বিএনপি'র চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ দেওয়ার দাবিতে রাজধানী ঢাকায় মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদী তালুকদার এর নেতৃত্বে মশাল মিছিল শুরু হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে পুলিশি হামলার অভিযোগ করে তিনি বলেন, মিছিলটি কিছুদূর এগিয়ে গেলেই পুলিশ বিনা উস্কানিতে তাতে হামলা চালায়।
মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়ে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।