খুলনায় পেশাদার ৩১ জন সাংবাদিকের যৌথ বিবৃতি
মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া প্রয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০০ পিএম, ২৫ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:০৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
দেশের সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার অবস্থা এখন সংকটাপন্ন। এই অবস্থায় সরকারের কাছে সবিনয় অনুরোধ, সঙ্কীর্ণ দল ও ব্যক্তি স্বার্থ পরিহার করে মানবিক কারণে জনগণের এই প্রিয় নেত্রীকে যত দ্রুত সম্ভব, অত্যাধুনিক চিকিৎসা নেয়ার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিন। খুলনায় পেশাদার ৩১জন সাংবাদিক স্বাক্ষরিত বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।
গতকাল বুধবার (২৪ নভেম্বর) বিবৃতিতে সাংবাদিকরা আশঙ্কা করেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার ক্ষেত্রে যেকোনো ধরনের বিলম্ব ও অজুহাত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। যা করো জন্য ভালো বার্তা বহন করবে না।
তারা প্রত্যাশা করেন সরকারের মধ্যে কল্যান ও মঙ্গলবোধ জেগে উঠবে। তারা সত্যিকারের দায়ত্বশীলতার সাথে শুভ চেতনার পরিচয় দিয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার ব্যবস্থা করবেন। ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন।
বিবৃতিদাতারা হলেন, মুহাম্মাদ আবু তৈয়ব (এনটিভি), কাজী মোতাহার রহমান বাবু (খুলনা গেজেট), মিজানুর রহমান মিলটন ( দৈনিক খুলনাঞ্চল), সোহরাব হোসেন ( দৈনিক জন্মভূমি), হাসান আহম্মেদ মোল্লা ( দৈনিক তথ্য), আহমেদ মুসা রঞ্জু ( দৈনিক পুর্বাঞ্চল), আতিয়ার পারভেজ ( বাংলাভিশন), মুনির উদ্দিন আহমেদ ( নিউএজ), রকিবুল ইসলাম মতি (এসএ টিভি), আজিজুল ইসলাম (এনটিভি), আরিফ বিল্লাহ (বাংলা ভিশন), জিয়াউস সাদাত ( দৈনিক প্রবর্তন), এরশাদ আলী (নয়াদিগন্ত), মাসুদুর রহমান রানা ( দৈনিক সময়ের খবর), সাইফুল ইসলাম বাবলু ( দৈনিক সময়ের খবর), আরাফাত হোসেন অনিক ( ইন্ডিপেন্ডেন্ট টিভি), আমিনুল ইসলাম ( দৈনিক সময়ের খবর), এম এ জলিল ( দৈনিক খুলনাঞ্চল), মুহাম্মাদ নুরুজ্জামান (রাইজিংবিডি), মো. খাইরুল আলম (ঢাকা নিউজ)সহ ৩১জন।