বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে কুষ্টিয়ায় জেলা প্রশাসকের নিকট জেলা বিএনপির স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৭ এএম, ২৫ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:৪৫ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে কুষ্টিয়ায় জেলা বিএনপির উদ্যেগে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে দলের নেতা-কর্মীরা।
আজ বুধাবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। কুষ্টিয়ায় জেলা প্রশাসক অন্য সভায় ব্যস্ত থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোছাঃ শারমিন আখতার।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি বশিরুল আলম চাঁদ, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পেশাজীবি পরিষদের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক এ্যাড. শামিউল হাসান অপু, কুষ্টিয়া জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সদর থানা বিএনপির যুগ্ম-সম্পাদক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, কৃষকদলের কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক মোকারম হোসেন মোকাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, রেড অ্যালার্ট দিয়ে সরকার দেশজুড়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। এ সমস্ত অপকৌশল বাদ দিয়ে সরকারের উচিত খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসার ব্যবস্থা করা। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাঁকে অবিলম্বে বিদেশ পাঠানো না হলে এবং এর ফলে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সরকার এর দায় এড়াতে পারবে না।
জনগণ মনে করে, সরকার নিজেদের সীমাহীন ব্যর্থতা আড়াল করার জন্য দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতেই জনগণের অবিসংবাদিত নেত্রী বেগম জিয়ার প্রতি মনুষ্যত্বহীন আচরণ করছে। এই মুহূর্তে মানবিক বিবেচনায় বেগম জিয়াকে মুক্তি এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠাতে হবে। বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা পেতে তাঁকে বিদেশ পাঠানোর দাবি এখন জনদাবিতে পরিণত হয়েছে।