খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে - জেলী চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৭ এএম, ২৪ নভেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:১৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর মহিলা দলের উদ্যোগে আজ মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক।
এসময় চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাধারন সম্পাদক জেলি চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া দেশ, জনগণ ও গণতন্ত্রের আপোসহীন ও জনপ্রিয় নেত্রী। এই জনপ্রিয় নেত্রীকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি প্রশ্নে কৌশল করছে সরকার। সরকার আইনের দোহায় দিয়ে দেশনেত্রীকে বিদেশে যেতে দিচ্ছে না। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। যদি কোন অঘটন ঘটে তাহলে এই সরকারকে সম্পূর্ণ দায়ভার নিতে হবে।
দোয়া মাহফিলে নগর বিএনপির সাবেক সহ মহিলা বিষয়ক সম্পাদক রাহেলা জামান, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার লিজা, মহিলা দল নেত্রী সায়রা বেগম, সাহেদা পারভীন আসমা, রোকসানা বেগম মাধু, জোহরা বেগম, হাবিবা সুলতানা, নাসিমা আলম, শামসুন নাহার, আমেনা বেগম, কহিনূর বেগম, শাহেদা বেগম ভাসানী, জাহানারা বেগম, এড. কামরুন নেছা সোহাগ, এড. আয়েশা আক্তার সানজি, এড. বিলকিছ আরা মিতু, তাসমিন সুলতানা মুন্না, রোকেয়া বেগম, আফরোজা আক্তার বিথী, জাহানারা বেগম, সেনোয়ারা বেগম, ফরিদা ইয়াছমিন, নাসরিন সুলতানা পপী, নূর জাহান, নূরনেছা, সকিনা বেগম, রিয়া আনজুমান, নাজমা বেগম, বিবি আয়শা, মুক্তা আক্তার, আয়েশা বেগম, রহিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।