বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কুষ্টিয়ায় বিএনপি'র বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৪ পিএম, ২৩ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:১৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপি।
গতকাল সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
বিক্ষোভ সমাবেশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উনার কিছু হলে এর পুরো দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ব্যবস্থা না করলে সরকার পতনের এক দফা দাবিতে জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জটিল রোগে ভুগছেন এদেশে তার চিকিৎসা সম্ভব নয় বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতি দেয়া হোক। তা না হলে বিএনপি দেশবাসীকে সাথে নিয়ে যে দুর্বার আন্দোলন গড়ে তুলবে সেই বেগবান আন্দোলনে এই সরকারের পতন হবে ইনশাআল্লাহ।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, যুব বিষয়ক সম্পাদক মেজবার রহমান পিন্টু, শহর বিএনপি সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আন্টু, শহর শ্রমিকদলের সভাপতি সঞ্জয় দত্ত সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।