বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে ফিনল্যান্ড বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৯ এএম, ২৩ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৪৪ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুচিকিৎসার জন্য বিশ্বব্যাপি মানববন্ধন কর্মসূচি নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার আশরাফ সাগর এর পরিচালনায় ফিনল্যান্ড পার্লামেন্টর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আরো অংশ গ্রহণ করেন ফিনল্যান্ড বিএনপির জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, ইমাম হোসেন পাবেল, আনিসুর রহমান, ফয়েজ ঢালী, সায়ীদ, আসলাম ফকির লিটন, শামীম বেপারী, তানভীর রশীদ, এনাজুল হক, মোহন ফকির, জসিম উদ্দিন, লিটন দেওয়ান, আনিসুর রহমান, লিও হাসান, আরিফুল ইসলাম, এনামুল হক শিপু, মহিউদ্দিন মানিক সহ বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে কামরুল হাসান জনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জোর দাবি জানান।