বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে এ্যাব এর বিবৃতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৮ পিএম, ২২ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০১:০২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে এসােসিয়েশন অব ইন্ডিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) গণমাধ্যমে আজ সোমবার এক বিবৃতি প্রদান করেছে। এ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেন পিইঞ্জ ও ভারপ্রাপ্ত মহাসচিব প্রকৌশলী হাসিন আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়
"গণতান্ত্রিক সংগ্রামের আপােষহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে সাজা দিয়ে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়েছে।
যদিও তিনি বর্তমানে প্যারােলে মুক্তি আছেন, তাঁর স্বাধীনভাবে চলাফেরার কোন অবকাশ নেই। বিভিন্ন রােগের কারনে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত জটিল অবস্থায় আছে। দেশের বিদ্যমান চিকিৎসার মাধ্যমে তাঁর রােগ নিরাময় এবং শারীরিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
অবিলম্বে তাঁর সুচিকিৎসা প্রয়ােজন যা বাংলাদেশে সম্ভব নয়। জরুরী ভিত্তিতে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের জন্য পাঠানাে প্রয়ােজন। আমরা সরকারের কাছে তাঁকে অবিলম্বে বিদেশ প্রেরনের অনুমতি প্রদান ও ব্যবস্থা নেওয়ার অনুরােধ জানাচ্ছি।"