খালেদা জিয়ার সুচিকিৎসায় বিদেশে যেতে বাধা দেয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১২ এএম, ২২ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০১:১৮ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে যেতে সরকারের বাধা দেয়ার প্রতিবাদে ভেড়ামারা উপজেলার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে কুষ্টিয়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
আজ রবিবার (২১ নভেম্বর) কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি বক্তব্যে বলেন, দলকে দ্রুত সুসংগঠিত করে সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন তার বক্তব্যে বলেন, আমাদের অসুস্থ নেত্রীকে বাংলাদেশে অবরুদ্ধ রেখে নেত্রীর কিছু হলে বাংলাদেশের সকল জেলা ছাত্রদল অবরুদ্ধ করে দিবে, তাই অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যাবস্থা নিশ্চিত করতে আহবান করেন সরকারের প্রতি।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক জামির হোসেন, যুগ্ম আহবায়ক মোক্তাদির হোসেন, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম পিনো, সদস্য- আরিফুল ইসলাম নিলয়, শিবলু আহম্মেদ সহ ভেড়ামারা উপজেলা এবং পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।