ঢাকা মহানগর উত্তর উত্তরখান থানাধীন ৪৪ ও ৪৫ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৫ পিএম, ২১ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৩:২৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
আজ রবিবার ঢাকা মহানগর উত্তর উত্তরখান থানাধীন ৪৪ ও ৪৫ নং ওয়ার্ড বিএনপি'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ডাকসু'র সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমান উল্লাহ আমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টীম প্রধান মোঃ আতাউর রহমান, সদস্য হাফিজুর রহমান ছাগির, আলী আকবর আলী, হাফিজুল হাসান শুভ্র প্রমূখ।
কর্মীসভায় সভাপতিত্ব করেন উত্তরখান থানা বিএনপি'র সভাপতি আহসান হাবিব মোল্লা। সঞ্চালনায় ছিলেন-উত্তরখান থানা বিএনপি'র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ব্যাপারী।
বক্তব্য রাখেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা মোঃ মজিবর রহমান, মোঃ সবুজ মিয়া, ৪৫ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি মোঃ মোমেন ব্যাপারী ও বিএনপি নেতা মোঃ বাবু।
প্রধান অতিথি'র বক্তব্যে জনাব আমান উল্লাহ আমান বলেন, "তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁকে অবিলম্বে বিদেশে পাঠাতে হবে, তা না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। বেগম খালেদা জিয়া বর্তমানে মূমুর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাঁর সুচিকিৎসা প্রয়োজন, তাই বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তি আর ঘরে বসে থাকবে না। খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে উদ্যোগ গ্রহণ করতে সরকারকে বাধ্য করা হবে।"
প্রধান বক্তার বক্তব্যে জনাব আমিনুল হক বলেন, দেশনেত্রীকে মুক্তি দিয়ে তাঁর সুচিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকার উদ্যোগ গ্রহণ না করলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আর হাত গুটিয়ে বসে থাকবে না। নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা আদায় ছাড়া বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না। এজন্য যেকোন ত্যাগ স্বীকারে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনতে হবে।