বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ময়মনসিংহে বিএনপির গণঅনশন পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৩ পিএম, ২১ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০১:০৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বেগম খালেদা জিয়াকে রাজনীতি, নির্বাচন থেকে ষড়যন্ত্রমূলক ভাবে দূরে রাখার পর এখন দুনিয়া থেকে সরিয়ে দিতে সুচিকিৎসার জন্য বিদেশে যাবার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না।
গতকাল শনিবার (২০ নভেম্বর) তিনি ময়মনসিংহের নতুনবাজারে শিশু একাডেমি মাঠে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবীতে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ এবং মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণ অনশন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, গণতন্ত্র, ভোটের অধিকার হরণকরে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী শাসন কায়েম করে আবারও ভিন্ন কৌশলে প্রহসনের নির্বাচন করে করতে চায়। এ পথে বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করে তাঁকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়।
তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আল্লাহ না করুন, সরকারের এই প্রতিবন্ধকতায় দেশনেত্রীর জীবনের কিছু হলে জনগণ বসে থাকবে না। সরকার দায়ী থাকবে। প্রধানমন্ত্রী মানবিকতার কথা শোনায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দয়া না করলে তিনি দেশে ফিরতে পারতেন না, আওয়ামী লীগ স্ব নামে রাজনীতি করতে পারতো না। আর এখন শহীদ জিয়ার নামে অপবাদ দিয়ে, তাঁর স্ত্রীর জীবন বিপন্ন করে তারা মানবিকতার সবক দেয়।
তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি মানসিক, সাংগঠনিক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আজকের গণ অনশনের মাধ্যমে বিএনপি মাঠে নেমেছে। গণতন্ত্র ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবর রহমান লিটনের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দের পরিচালনায় সকাল ৯ টা থেকে অনুষ্ঠিত গণ অনশন কর্মসূচী তে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, আহমেদ তাইয়্যেবুর রহমান এবং জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক এড, দিদারুল ইসলাম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল হক মোহন, মহানগর যুব দলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, দক্ষিন জেলা ছাত্র দলের সভাপতি মাহবুবুর রহমান রানা, মহানগর ছাত্র দলের সভাপতি নাইমুল করিম লুইন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ময়মনসিংহ বারের সিনিয়র আইনজীবী ড.আবদুল বারী নেতৃবৃন্দকে পানি পান করিয়ে বিকেল সাড়ে ৪ টায় অনশন ভঙ্গ করান। এসময় তিনি বলেন, কোনো আন্দোলন বৃথা যায় না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনও বৃথা যাবে না। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন এগিয়ে নেবার আহ্বান জানান।