দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ এখন দিশেহারা - এনপিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৭ এএম, ২১ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৬:১৯ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও এর নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)’র চেয়ারম্যান জননেতা আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামে দেশের শ্রমিক, জনতা ও শ্রমজীবী মানুষ চরমভাবে দুর্বিষহ জীবন যাপন করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এর মধ্যে জ্বালানি মন্ত্রী ডিজেলের মূল্য প্রতি লিটারে ১৫ টাকা বৃদ্ধি করে মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তুলেছে। যার ফলে পরিবহনের ভাড়া বৃদ্ধিসহ সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরেক দফা বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন ১৪ দলের নেতা আমির হোসেন আমু সাহেব বলেছেন, দ্রব্য মূল্যের বৃদ্ধি ও ডিজেলের দাম বাড়ানো এটা অমানবিক। তিনি বলেন, দ্রব্য মূল্য বৃদ্ধি ও ডিজেলের দাম বাড়ানো এটা অমানবিক এবং সঠিক হয় নাই। তাই অবিলম্বে তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করার দাবি জানান। সাথে সাথে বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকরা যে বেতন পায় তাতে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এজন্য তিনি শ্রমিকের সর্বনিম্ন বেতন ১৬ হাজার টাকা করার দাবি জানান
আজ শনিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে (২য় তলা) ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস্ শ্রমিক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ন্যাশনাল পিপলস্ শ্রমিক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সভাপতি, আগত এনপিপি, এনডিএফ ও শ্রমিক পার্টির নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলু একটি বিশেষ লক্ষ্য নিয়ে এনপিপির আত্মপ্রকাশ করেছিলেন। তিনি একটা আদর্শ ভিত্তিক দল গড়ে তুলতে চেয়েছিলেন। সেই লক্ষ্যে দলের একটি স্লোগান ছিল মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা জানেন ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপিসহ অনেক দল নির্বাচন বর্জন করেছে। তারপরেও ১০ থেকে ১৫টা নিবন্ধনকৃত দল নির্বাচনে অংশ গ্রহণ করেছে। আমরাও নির্বাচনে অংশ গ্রহণ করেছি। কিন্তু নির্বাচনে প্রশাসনিক নীরবতার কারণে জনগণ ভোট দিতে যাচ্ছে না। অনেক আওয়ামী লীগ নেতা নৌকায় ভোট দেয়ার জন্য জনগণকে হুমকি দিচ্ছে। নৌকায় ভোট না দিলে কারো বেঁচে থাকার অধিকার নেই বলেও কেউ কেউ বলছে। এই যদি দেশের অবস্থা হয় তাহলে গণতন্ত্র কোথায় থাকে, জনগণ কোথায় যাবে।
সম্মেলনে ন্যাশনাল পিপলস্ শ্রমিক পার্টির আহবায়ক মোঃ আবুল কালাম জুয়েলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- এনপিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল, জাগপার সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোঃ আব্দুল হাই সরকার, এনপিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, মোঃ আনিসুর রহমান দেওয়ান, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ প্রমুখ। এ সময় সাংগঠনিক রিপোর্ট ও শোক প্রস্তাব উপস্থাপন করেন শ্রমিক পার্টি’র সদস্য সচিব হাফেজ মাওলানা লুৎফুর রহমান।