খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবীতে চট্টগ্রামে অনশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪১ পিএম, ২০ নভেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১২:৩২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে দলের পূর্বঘোষিত গণঅনশনের অংশ হিসেবে চট্টগ্রামেও শুরু হয়েছে গণঅংশন। বিকাল ৪টা পর্যন্ত গণঅনশন চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
আজ শনিবার সকাল ৯টায় কাজীর দেউরী নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে মহানগর বিএনপি ও কালামিয়া বাজার লিজা গার্ডেনে দক্ষিণ জেলা বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ যোগ দেন।
নাসিমন ভবন মাঠে কর্মসূচিতে অংশগ্রহণ করেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
দক্ষিণ জেলা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী।
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সুযোগ দেওয়া হবে না, এটা অমানবিক। আমরা অবিলম্বে তার জীবন রক্ষার জন্য বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানাই।
ডা.শাহাদাত হোসেন বলেন, বেগম খালেদাজিয়া প্রতিহিংসার শিখার। তাকে দ্রুত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। অনন্যতায় বেগম খালেদাজিয়ার কিছু হলে এর দায়ভার সরকারকে নিতে হবে।