ভারতের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলেছে সরকার-আলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৮ এএম, ৩০ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০৯:৫৩ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
বর্তমান সরকার ভারতের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেন, ‘সাধারণ যুবক-যুবতীর মধ্যে একটা প্রবণতা থাকে, সাধারণ বিয়ের চেয়ের নাকি পরকীয়ায় মজা অনেক বেশি। ওটার মধ্যে আলাদা রোমান্স থাকে, অ্যাডভেঞ্চার, একটা আলাদা আবেদন থাকে। এই সরকার পরকীয়ার মতো সম্পর্ক গড়ে তুলেছে ভারতের সঙ্গে। যার জন্য ভারত আদৌ দায়ী নয়। ভারত তার জাতীয় স্বার্থকে বিবাহিত লাইসেন্সের স্বার্থ হিসেবে দেখছে। কিন্তু দেখে মনে হচ্ছে আমরা তাদের দেশে এনে তাদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছি।’
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও আমাদের জাতীয় স্বার্থ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘একজন হাইকমিশনার একটা সেই দেশের প্রতীক ও পরিচয় বহন করে। তিনি কী করে একটি রাজনৈতিক দলের অফিসে গিয়ে বলেন এই দলের যদি কোনো বন্ধু না থাকে তাহলে আমাদের কোনো বন্ধু নেই। তার মানে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো বন্ধু নেই এবং এটা বলছেন ভারতীয় হাইকমিশনার। এটা কি ভুলে বলেছেন না অন্য কোনো কারণে বলেছেন আমার জানা নেই।’
বিএনপির এই নেতা বলেন, সম্পর্ক থাকবে দুই দেশের জনগণের মাঝে। সরকারে, সরকারে সম্পর্ক থাকে না। সরকার অস্থায়ী। রাষ্ট্র অস্থায়ী ও চিরন্তন সত্ত্বা। রাষ্ট্রে রাষ্ট্রে সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই।