কুষ্টিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৩ পিএম, ১৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:৫২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে কুষ্টিয়া জেলা বিএনপির দোয়া অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের শহরের মজমপুরস্থ বাসভবনে এই দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। দোয়া অনুষ্ঠানের পূর্বে ভার্চুয়াল কলে যুক্ত হন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
ভার্চুয়াল কলে যুক্ত হয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান শাসক গোষ্ঠী তাদের রাজনৈতিক স্বার্থে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রেখেছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহু পূর্ব থেকেই নানা রকম জটিল রোগে আক্রান্ত। বর্তমান তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তিন ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার এই জটিল রোগ গুলো দেশের চিকিৎসা দেয়া সম্ভব নয়। তাই তাকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা অতীব জরুরী। তিনি সরকারকে আহ্বান জানান তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হোক।
বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন দোয়া অনুষ্ঠানের পূর্বে তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর সহধর্মীনি এবং আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের মাতা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান ক্ষমতাসীন দল তার জনপ্রিয়তা কে ভয় পেয়ে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রেখেছে। তিনি এর পূর্বেও তার জটিল রোগের জন্য বিদেশে চিকিৎসা নিয়েছেন। কিন্তু বর্তমান ক্ষমতাসীন সরকার হিংসার বশবর্তী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। তার শারীরিক অবস্থার যদি আরো অবনতি ঘটে তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। সরকারের প্রতি আহ্বান, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কোন অমানবিক ও নিষ্ঠুর সিদ্ধান্ত না নেয়া হয়, যা আগামী দিনের প্রজন্মের কাছে রাজনীতিবিদদের বিশেষ করে ক্ষমতাসীনদের প্রশ্নের সম্মুখীন হতে হয়। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। সংক্ষিপ্ত বক্তব্য শেষে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এ.কে বিশ্বাস বাবু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আশকর মল্লিক পিন্টু, সাধারণ সম্পাদক জিন্না হক, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মিয়ারুল ইসলাম শহর শ্রমিক দলের সভাপতি সঞ্জয় দত্ত, সাধারণ সম্পাদক সামছুল হক সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।