খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় বাধা কোথায় - মান্না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩০ এএম, ১৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:৪৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা গ্রহণে বাধা কোথায় বলে প্রশ্ন করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, তারা ওবায়দুল কাদেরের জন্য বিদেশ থেকে ডাক্তার এনে বিমানে করে বিদেশে পাঠালেন। রাষ্ট্রপতি গেলেন, প্রধানমন্ত্রীও চিকিৎসা করালেন আর ওনার ক্ষেত্রে এত বাধা?
আজ বুধবার দুপুরে রাজধানীর বসুন্ধরা এলাকায় সাংবাদিকদের সামনে এসব কথা বলেন মান্না। এদিন দুপুর ১টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যান তিনি। বেরিয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মান্না।
মান্না বলেন, সব রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের নেতারা এমনভাবে চাপ তৈরি করুন যেন সরকার বাধ্য হয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে।
তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে এবং সিসিইউতে থাকা এরকম একজন রোগীকে দেখতে যাওয়া দুরূহ। তবে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে আমি কথা বলে যা বুঝেছি, বেগম খালেদা জিয়ার যেরকম চিকিৎসা দরকার, এখানে সেরকম সুযোগ নেই।
মান্না বলেন, ডাক্তাররা সার্বক্ষণিক চেষ্টা করছেন। রোগীর উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
তিনি বলেন, সরকার বলছে তারা মানবিক। এই কি মানবিকের নমুনা? যেকোনও ডাক্তার ছাড়াও একজন সাধারণ নাগরিকও মনে করবে, এরকম গুরুত্বপূর্ণ রোগীকে এভাবে চিকিৎসা দেয়া কি ঠিক হচ্ছে?